Saturday, June 17, 2017

ধুলিয়াখালে ৩টি চোরাই প্রাইভেটকারসহ গাড়িচোর চক্রের তিন সদস্য আটক




হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে ৩টি চোরাই প্রাইভেটকারসহ গাড়িচোর চক্রের সদস্যকে আটক করেছে ্যাব- শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানিক দল। আটককৃতরা হলো শায়েস্তাগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে লুকাই ছেলে মোঃ দেলোয়ার হোসেন দিলু (২৮), ধুলিয়াখালের মৃত ছুরত আলীর ছেলে মোঃ শাহীন মিয়া (৩৫), সদর উপজেলার আলাপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে মোঃ মুজাহিদুল ইসলাম (৩০) ্যাব জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-, সিপিসি-, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডের ধুলিয়াখাল বাজার এলাকা থেকে ৩টি চোরাই প্রাইভেট কারসহ গাড়িচোর চক্রের সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ্যাব তাদের কাছ থেকে জানতে পারে, গ্রেফতারকৃত অভিযুক্তরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে ক্রয়-বিক্রয় করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দিলু বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ্যাব- শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আনোয়ার হোসেন তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ  অস্ত্র গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More