June 17, 2017
Islam Prosar
হবিগঞ্জ সদর উপজেলার
ধুলিয়াখাল এলাকা থেকে ৩টি চোরাই
প্রাইভেটকারসহ গাড়িচোর চক্রের ৩ সদস্যকে
আটক করেছে
র্যাব-৯ শ্রীমঙ্গল
ক্যাম্পের অভিযানিক দল। আটককৃতরা হলো
শায়েস্তাগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত
আব্দুল আজিজ
ওরফে লুকাই’র ছেলে
মোঃ দেলোয়ার
হোসেন দিলু
(২৮), ধুলিয়াখালের
মৃত ছুরত
আলীর ছেলে
মোঃ শাহীন
মিয়া (৩৫),
ও সদর
উপজেলার আলাপুর
গ্রামের মৃত
দরবেশ আলীর
ছেলে মোঃ
মুজাহিদুল ইসলাম (৩০)।
র্যাব
জানায়, গতকাল
শনিবার সন্ধ্যা
সাড়ে ৭টার
দিকে গোপন
সংবাদের ভিত্তিতে
র্যাপিড
এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল
ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ
সদর উপজেলার
ধুলিয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডের
ধুলিয়াখাল বাজার এলাকা থেকে ৩টি
চোরাই প্রাইভেট
কারসহ গাড়িচোর
চক্রের ৩
সদস্যকে আটক
করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে
র্যাব
তাদের কাছ
থেকে জানতে
পারে, গ্রেফতারকৃত
অভিযুক্তরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ
দেশের বিভিন্ন
স্থান থেকে
গাড়ি চুরি
করে ক্রয়-বিক্রয় করে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দিলু’র
বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ
থানায় নারী
ও শিশু
নির্যাতন দমন
আইনে মামলা
রয়েছে। গ্রেফতারকৃত
অভিযুক্তদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর
করা হয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল
ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি
মোহাম্মদ আনোয়ার
হোসেন এ
তথ্য নিশ্চিত
করেন। তিনি
জানান, র্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি
অপরাধ দমন,
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার,
জঙ্গি দমন,
সন্ত্রাস দমন,
অপরাধীকে গ্রেফতার,
মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার
ও ভিকটিম
উদ্ধার, আইনের
শাসন প্রতিষ্ঠার
লক্ষ্যে র্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায়
এই অভিযান
পরিচালনা করা
হয়।
Posted in:
0 comments:
Post a Comment