কবির কলেজিয়েট একাডেমির
নবগঠিত গভর্ণিং
বডির প্রথম
সভা অনুষ্ঠিত
হয়েছে। গভর্ণিং
বডির সভাপতি
আলেয়া আক্তার-এর সভাপতিত্বে
সভা অনুষ্ঠিত
হয়। এতে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের
সংসদ সদস্য
ও কবির
কলেজের উপদেষ্টা
আলহাজ্ব এডভোকেট
মোঃ আবু
জাহির। এ
সময় উপস্থিত
ছিলেন নবগঠিত
কমিটির সদস্য
শোয়াইব আহমদ
চৌধুরী, কামরুল
হাসান, অন্তরা
মোদক, মোঃ
আরজু মিয়া,
হাজীর মোঃ
জমির উদ্দিন,
মোঃ গহর
আলী, মোস্তফা
রেজাউল হক,
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব
মোঃ জালাল
উদ্দিন। এতে
আরো উপস্থিত
ছিলেন, মোঃ
ইদ্রিছ মিয়া,
আকবর হোসেন,
আব্দুল মতলিব,
সৈয়দা মাহমুদা
খাতুন, নাহিদা
আক্তার, সুকেশ
দেব, মোঃ
শাহিন মিয়া
ও মরতুজ
আলী। কলেজের
নবগঠিত সদস্যবৃন্দের
পরিচিতি পর্ব
ও কো-অপ্ট সদস্য
হিসেবে দৈনিক
প্রতিদিনের বানীর সম্পাদক মোহাম্মদ শাবান
মিয়াকে সর্বসম্মতিক্রমে
মনোনীত করা
হয়। কলেজের
রাস্তার উন্নয়নের
কাজ সম্পন্ন
করা ও
যোগ্য শিক্ষার্থীদের
উপবৃত্তি প্রদানের
ব্যবস্থা গ্রহনের
সিদ্ধান্ত গৃহিত হয়।






0 comments:
Post a Comment