Friday, July 28, 2017

বানিয়াচং পুলিশের বিশেষ অভিযান ॥ ১১০ পিছ ইয়াবা উদ্ধার ॥ ডাকাতসহ এক রাতেই আটক ১০ ॥ ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার ছোট ভাই জাহির ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার ছোট ভাই জাহির মিয়া (২৫) কে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে বাড়ির পাশের পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহির উপজেলার নয়া পাথারিয়া গ্রামের আবদুর রউফের পুত্র। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার অপারেশন কর্মকর্তা এস.আই ওমর ফারুক। পুলিশ সূত্র জানায়, জাহিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তার ভাই জেলা পরিষদ সদস্য আশিক মিয়াসহ আত্মীয়-স্বজনরা বাঁধা দেন। খবর পেয়ে থানার এস.আই ফিরোজ, রাজিব, নাজমুলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে গ্রেফতারকৃত জাহিরকে থানায় নিয়ে আসে। সূত্র জানায়, একই অভিযানে আরও ৮জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হল, উপজেলার তিতখাই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র ফজল শাহ (৩৮), আনন্দপুর গ্রামের মৃত ইউছুফ উল্লাহর পুত্র রহমত উল্লা (৫০), হিয়ালা গ্রামের সুন্দর আলীর পুত্র রুবেল মিয়া (২৬), নয়া পাথারিয়ার আলাই মিয়ার পুত্র সাজিদ মিয়া (১৯), একই গ্রামের আব্দুর রউফ খানের পুত্র তাহির খান (২২), সাঙ্গর গ্রামের আজগর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), নখলার আব্দা গ্রামের মৃত আদম আলীর পুত্র সমরাজ মিয়া (৩৮) ও হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলার লাল মিয়ার পুত্র আজমান আলী (৩৬)। এছাড়াও একই রাতে পৃথক অভিযানে দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের শাহআলম মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত রাহাত মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জইন নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহিরকে  গ্রেফতার করা হয়। এ সময় জাহিরের কাছ থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে এস.আই রাজিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহিরসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওসি জানান, বানিয়াচংকে মাদকমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More