Monday, July 31, 2017

ভৈরবে দূর্ঘটনায় হবিগঞ্জের দিগন্ত ॥ বাস চালক-হেলপারের মর্মান্তিক মৃত্যু

আজিজুল ইসলাম ॥

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে  নীলকুটি এলাকায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বাস চালক ও হেলপার নিহত হয়েছেন।  হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে । গতকাল সন্ধ্যা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রীবাহি দিগন্ত বাস হবিগঞ্জের আসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নীলকুটি এলাকায় পৌছলে ওই বাসের চাকা পাংচার হয়। এতে চালক মুহিত চৌধুরী (৫০) ও হেলপার সাদেক মিয়া (৩৫) বাসের চাকা মেরামতের চেষ্টা করেন। এ সময়   বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক মুহিত চৌধুরী মারা যান এবং হেলপার সাদেক মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। খবর পেয়ে ব্রাহ্মনবাড়িয়ার হাইওয়ে পুলিশের এসআই মারফত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং নিহতদের পরিবারকে খবর দেয়। পরে নিহতদের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে হাইওয়ে পুলিশ লাশ তাদের কাছে হস্তান্তর করে।  এদিকে, এ দুর্ঘটনার খবর শুনে নিহতদের পরিবারের সদস্যদের শোকের ছায়া নেমে এসেছে। তাদের বুক ফাটা আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More