জিয়া ॥
চুনারুঘাট উপজেলার রহিমপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সুলতানা আক্তার (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে রহিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার রহিমপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সুলতানা আক্তার বাড়ির পার্শ্ববর্তী একটি নালায় মাছ ধরতে যায়। তখন বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড় দেয়ার পর সে ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করে দেন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা আক্তারকে মৃত ঘোষণা করেন। সুলতানা আক্তারের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।






0 comments:
Post a Comment