দরূদ শরীফের ফযীলত "
নবীয়ে রহমত, শফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত (সাঃ) ইরশাদ করেন: “যে আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন এবং যে আমার প্রতি দশ বার দরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার উপর একশটি রহমত অবতীর্ণ করেন এবং যে আমার প্রতি একশবার দরূদ পাক পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার দু’চোখের মাঝখানে লিখে দেন যে, এই বান্দা কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন।”
(মু’জাম আওসাত, ৫ম খন্ড, ২৫২ পৃষ্ঠা, হাদীস নং-২৭৩৫)
নবীয়ে রহমত, শফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত (সাঃ) ইরশাদ করেন: “যে আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন এবং যে আমার প্রতি দশ বার দরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার উপর একশটি রহমত অবতীর্ণ করেন এবং যে আমার প্রতি একশবার দরূদ পাক পাঠ করলো, আল্লাহ্ তাআলা তার দু’চোখের মাঝখানে লিখে দেন যে, এই বান্দা কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন।”
(মু’জাম আওসাত, ৫ম খন্ড, ২৫২ পৃষ্ঠা, হাদীস নং-২৭৩৫)
উন পর দুরূদ জিন কো কাসে বেকাসাঁ কাহেঁ, উন পর সালাম জিন কো খবর বে খবর কি হে। চরণটির সংক্ষিপ্ত ব্যাখ্যা: আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা (সাঃ)এর প্রতি অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি নিরাশ্রয়ের আশ্রয়স্থল এবং তাঁর সকল উদাসীনদেরও সংবাদ রয়েছে।







0 comments:
Post a Comment